1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

নাটোরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফেরদৌসী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা উপজেলা শালাইনগর পুর্বপাড়া গ্রামে তার জামাতা ইসরাইলের বাড়িতে আজ বুধবার সকালে মৃত্যু বরণ করেছেন। তিনি একই উপজেলার জামনগর রওশনগিরি পাড়া গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানতে তার নমুনা সংগ্রহ করেছে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে মরহুমের পরিবারকে।
স্থানীয়রা জনায়,বৃদ্ধা ফেরদৌসী বেগম প্রায় ২০দিন আগে ঢাকা থেকে তার জামাতা ঈসরাইলের শালাইনগর পুর্বপাড়া বাড়িতে এসে শারীরীক অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুদিন থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন বলেও জানায় স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক মরহুমের পরিবারের বরাত দিয়ে বলেন, বৃদ্ধা বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তবে জ্বর সহ শ্বাসকষ্টও ছিল তার। এছাড়া জন্ডিস ও হার্ডের সমস্যাও ছিল তার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরেফিন জানান, ফেরদৌসী বেগম হার্ট অ্যাটাকে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম করোনা পরীক্ষার জন্য মৃত বৃদ্ধার নমুনা সংগ্রহ করেছে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা বলেন, বৃদ্ধার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেজাল্ট আসা পর্যন্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইতে থাকতে বলা হয়ে:ে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST