নাটোরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা
প্রকাশের সময় :
শুক্রবার, ১৯ জুলা, ২০১৯
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা পরিচয় দিয়ে এক মাদ্রাসা সুপারের কাছ থেকে ল্যাপটপ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে নজরুল ইসলাম এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত সরকারি নম্বর থেকে তাকে কল দেয়া হয়। এ সময় ল্যাপটপ দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।
বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার জানান, উপজেলার বড় বারইহাটি দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের সাথে একটি কুচক্রী মহল এমন প্রতারণা করেছেন। প্রতারক দের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে ইউএনও সিংড়া ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কতামুলক পোস্ট দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম দাবি করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটি কে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।