নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি-২০১৯ সনে নির্বাচনে বঙ্গবন্ধু আ’লীগ আইনজীবী কতৃক মনোনীত সম্মেলিত আইনজীবী সমর্থীত পরিষদ বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছে। রবিবার দুপুরে আইনজীবী সমিতির হল রুমে নির্বাচন কমিশনের এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ আসাদুল ইসলাম জানায় যেহেতু নির্বাচনে একটি প্যানেল সম্মেলিত আইনজীবী সমর্থীত পরিষদ অংশ নেয়। বিপরীত কোন প্যানেল না থাকায় সম্মেলিত আইনজীবী সমর্থীত পরিষদ কে বিনাপ্রতিদ্বন্ধিতায় বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সম্মেলিত আইনজীবী সমর্থীত পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে অংশ নেয় সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, জুনিয়র সহ-সভাপতি এসএম নাজমুল ইসলাম. যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাজু, কোষাধ্যক্ষ আব্বাছ আলী, পাঠাগার সম্পাদক বিপ্লব কুমার রাম, নিরীক্ষন সম্পাদক মুনজুরুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাধন কুমার দাস, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দস সালাম শান্ত, মহিলা সম্পাদিকা আরজুমন্দ বানু পুষ্প।
নির্বাচন কমিশনার অন্যন্যোর মধ্যে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার খগেন্দ্রনাথ রায় নির্বাচন কমিশনার সচিব শাহানা আফরোজ শিল্পী, খোরশেদ আলম, শাহেদ মাহমুদ টিটু, সাইদুর রহমান সৌরভ। নির্বাচনের ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ ও গনমাধ্যম কর্মীগন।
খবর২৪ঘণ্টা, জেএন