নাটোর প্রতিনিধিঃ অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় ৫ দিন ব্যাপি অমর একুশের বই মেলার শুভ উদ্বোধন বুধবার। বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ তম এই বই মেলার আয়োজন করেছে আমরা ক’জন স্পোর্টিং ক্লাব। বই মেলার শুভ উদ্বোধন করবেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদার। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনসহ আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের সকল উপদেষ্টা মন্ডলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবন। আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান শফিক বলেন, প্রতিবারের ন্যায় এবারো বই মেলায় ৫টি বই এর মোড়ক উন্মোচন করা হবে এবং বই মেলায় ৫০ টি স্টল বরাদ্দো দেয়া হয়েছে। এছাড়া বই মেলায় প্রতিদিন গ্রামীন যাত্রাপালা, নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ, ছড়া, আবৃতি, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হবে। তিনি সকলকে বই মেলায় এসে বই কেনার আহবান জানান।
খবর২৪ঘন্টা/নই