নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সোহেল রানা নামে এক অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি দল। শুক্রবার দুপুরে সিংড়া উপজেলার আয়েশ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা টেঙ্গাপাকুরিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
র্যাব-৫ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে সিংড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল আয়েশ বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল।এসময় অস্ত্র ব্যবসায়ী সোহেল রানার (৩১) কাছ থেকে একটি ওয়ান সুট্যারগান ও চার রাউন্ড গুলি, ১ টি মোবাইল ফোন ১ টি সিম কার্ড, ০১মেমোরী কার্ড সহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র্যাব আরো জানায়,অস্ত্র ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে ছিনতাই,ডাকাতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই