নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী জাহাঙ্গীর আলম(৩৮) কে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।
রবিবার আনুমানিক রাত ১০টায় সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসির সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমকে দুবৃর্ত্তের একটি দল বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে পাশের একটি পুকুর পাড়ে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপাতে থাকে। জাহাঙ্গীরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।