নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলার রহিমপুর এলাকায় ডিম ভর্তি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ড্রাইভারের মৃত্যু ও হেলপার আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে লালপুর – বাঘা মহাসড়কের রহিমপুর এলাকায় হাজী সাফাতুল্লার বাড়ির নিকট ডিম ভর্তি পিকআপ (ঢাকা মেট্রো ন ১১-৬১৯০) নিয়ন্ত্রন হারিয়ে নারিকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এ সময় পিকআপ ড্রাইভার নিলু ( ৩২) ও হেলপার সাহীন আলম ( ২২) আহত হয়। স্হানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ড্রাইভার নিলুকে মৃত ঘোষনা করেন। আহত সাহীন আলম চিকিৎসাধীন রয়েছে।
লালপুর থানার ওসি সেলিম রেজা সত্যতা নিশ্চিত করেন বলেন, লালপুর – বাঘা মহাসড়কের রহিমপুর এলাকায় হাজী সাফাতুল্লার বাড়ির নিকট ডিম ভর্তি পিকআপ (ঢাকা মেট্রো ন ১১-৬১৯০) নিয়ন্ত্রন হারিয়ে নারিকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় । ডিম ভর্তি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ড্রাইভারের মৃত্যু ও হেলপার আহত হয়।
খবর২৪ঘণ্টা, এমকে