1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরের বড়াইগ্রা‌মে ট্রাকচাপায় শ্রমিক নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ১১:১০ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রা‌মে ট্রাকচাপায় শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মারচ, ২০১৮
khobor24ghonta.com

নাটোর প্রতিনিধি: না‌টো‌রের বড়াইগ্রা‌ম উপজেলার রশীদ অ‌টো রাইস মি‌লের ভেত‌রে ট্রাকের নিচে চাপা পড়ে সোহান (১৭) না‌মে এক শ্র‌মি‌কের মৃত্যু হয়েছে।

রোববার রাতে তাকে আহত অবস্থায় উপ‌জেলা স্বাস্থ্য কে‌ন্দ্রে নেওয়া হ‌লে দায়িত্বরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা ক‌রেন। নিহত সোহান বড়াইগ্রাম উপ‌জেলার গড়মা‌টি কলোনিপাড়া গ্রা‌মের আব্দুল জ‌লি‌লের ছে‌লে। রশীদ অ‌টোরাইস মি‌লের জিএম এড‌মিন নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাত সা‌ড়ে ১০টার দি‌কে মি‌লের ভেত‌রের টা‌র্নিং প‌য়ে‌ন্টে এক‌টি ট্রা‌ক ব্যাক দিচ্ছিল।

এসময় সোহান বাইসা‌কেলে ক‌রে একই দি‌কে যাওয়ার সময় ওই ট্রা‌কের সঙ্গে ধাক্কা খে‌য়ে ট্রাকটির নি‌চে চাপা প‌ড়ে যায়। এসময় গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়া হয়। সেখা‌নে রাত ১১টার দিকে চি‌কিৎসক সোহান‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শাহা‌রিয়ার খাঁন জানান, মি‌লের ভে‌ত‌রে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ত‌বে কীভা‌বে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে স‌ঠিক তথ্য তারা এখনো পাননি। এছাড়া এ ব্যাপারে থানায় কেউ অ‌ভি‌যোগও ক‌রে‌ননি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST