নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রী’র মধ্যে কলহের জের ধরে স্ত্রী’র উপর অভিমান করে স্বামী জুয়েল রানা (২৬) আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলা জোয়াড়ি ইউনিয়নের নওদাজোয়াড়ি গ্রামের নিজ কক্ষ থেকে পুলিশ লাশ উদ্ধার করে। জোয়াড়ি ইউনিয়ানের দুলাল হোসেনের ছেলে ট্রাক চালক জুয়েল রানা।
পারিবারিক সূত্রে জানা যায় , সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে দ্বন্দ লেগেই থাকতো। আজ শনিবার সকালের খাবারের সময় পরিবারের প্রয়োজনীয় কাপড়চোপড় কেনা-কাটা নিয়ে স্ত্রী’র সাথে ঝগড়ার এক পর্যায়ে জুয়েল ঘরে ঘরের দরজা বন্ধ করে ঘরের তীড়ের সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।খবর২৪ঘন্টা /এবি