নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাদক ও জঙ্গীবাদ বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহিমালী বাজারে বনপাড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের উদ্দোগে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তারা বলেন, সমাজ ও দেশ থেকে মাদক দমন করতে হলে সম্মিলিতভাবে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের কুফলগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে। মাদক সেবনকারী এবং মাদক বিক্রয়কারী উভয়ই অপরাধী।
মাদক সেবনের জন্যই জাতি আজ অপরাধের দিকে অগ্রসর হচ্ছে। মাদক ও জঙ্গিবাদেও বিরুদ্ধে পাড়া-মহল্লা, মসজিদ, মন্দিও, স্কুল, কলেজে আলোচনা সভা করতে হবে। মাদক ও জঙ্গিবাদ বিরোধী পথসভায় মাঝগ্রাম ইউপির ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বনপাড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের আই.সি নাজমুল হক, এ.এস.আই রব্বানী, এস.আই জাহিদুল ইসলাম প্রমুখ।
খবর২৪ঘণ্টা, জেএন