নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে মাঠ দিবস ও আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি যান্ত্রিক উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন কুমরুল গ্রামে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এসময় বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ প্রমূখ । অনুষ্ঠানে কৃষকের মাঝে ৫ ধরনের আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি যান্ত্রিক উপকরন প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ