নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় মাসুম নামের মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। নিহত মাসুম রাজশাহীর দামকুরা থানার সোনাইকান্দী গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
শুক্রবার বিকেল বড়াইগ্রামের রাজ্জাকমোড় থেকে ৪০০গজ পশ্চিমে মফিজ মিস্ত্রির বাড়ির সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পরে বনপাড়া হাইওয়ে পুলিশ খবর পেয়ে তাৎক্ষনাত ঘটনা স্থলে পৌছে মোটর সাইকেল আরোহীর লাশ উদ্ধার করে এবং দেশ ট্রাভেলস এর ঢাকা মেট্রো-১৪-৮৯৭৮ নং গাড়িটি আটক করে।
বনপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, দেশ ট্রাভেলস এবং মোটরসাইকেলটি সিরাজগঞ্জ খেকে রাজশাহীর দিকে আসছিলেন। এমতাবস্থায় বাসটি মোটরসাইকেলের পিছনের দিকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
খবর২৪ঘণ্টা, জেএন