ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

admin
নভেম্বর ২৮, ২০১৭ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র সহ ৩ জন নিহত হয়েছে।আহত হয়েছে ২ জন।পুলিশ জানায়,দুপুরে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ২ ছাত্র আব্দুল করিম ও ইমরান হোসেন মোটর সাইকেলে আহমেদপুর বাজারে রোড ডিভাইডারে বাঁক নেয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই আব্দুল করিম এবং হাসপাতালে নেয়া হলে ইমরানের মৃত্যু হয়।এর আগে গত রাতে একই উপজেলার গড়মাটি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাভেট কার ট্রাকের নিচে ঢুকে পড়লে কার চালক সৈয়দ আলী ঘটনাস্থলেই নিহত হয়।আহত হয় অপর ২জন।

 

খবর২৪ ঘন্টা/নই

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।