নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা ডিগ্রি কলেজ অভিমুখে নবনির্মিত সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সাইলকোনা ডিগ্রি কলেজ চত্বরে (এলজিএসপি) আওতায় ৬ লাখ ৯১ হাজার ২২০ টাকা ব্যয়ে এই সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম।
সিসি ঢালাই রাস্তার উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে সাইলকোনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য নাজমুল হুদা পাশা, সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা, জেএন