নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বেলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এই মমার্ন্তিক ঘটনা ঘটে। নিহত বেলা বেগম ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও এলাকাবাসী সুত্রে জানাযায়, বেলা বেগম প্রতিদিনের মত রাত ৮ টার দিকে তার ছোট ছাপড়া ঘরে কয়েল জ্বালিয়ে শুয়ে পড়ে। কোন এক সময় তার ঘরে আগুন ধরে যায়। এসময় ঘুমন্ত বেলা বেগম অগ্নিদগ্ধ হয়। সজন সহ প্রতিবেশীরা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলার অবস্থা সংকটাপন্ন হওয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাকে রাজশাহী নিয়ে যাওয়ার মহুর্তে বেলা মারা যায়।
কর্তব্যরত চিকিৎসক নওরি নুজহাত বলেন,বৃদ্ধার শরীরের ৮০ শতাংশ পোড়া অবস্থায় হাসপাতালে আনা হয়।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধা নিঃসন্তান। কয়েলের আগুনে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ