নাটোর প্রতিনিধি: নাটোরের রবিবার ভোর রাতে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নলডাঙ্গা উপজেলারা বাঁশিলা, খাজুরা,হাটবিলা,কড়ইগ্রাম, মদনডাঙ্গা,পিপরুল, পাটুল,হাপানিয়া,বাসুদেব পুর,সিংড়া উপজেলার, চৌগ্রাম, তাজপুর, লালোর,শেরকোল, ডাহিয়া, সুকাশ, ইটালী ইউনিয়নে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, রবিবার ভোর ৫. ২০মিনিটে হঠাৎ শিলাবৃষ্টি ও দমকা ঝড় শুরু হয়।
এসময় প্রায় ২০ মিনিট স্থায়ী একটানা শিলাবৃষ্টিতে মাঠ,ঘাট,রাস্তা,বারান্দায় স্তুপ পড়ে যায়। খাজুরা রাজু আহমেদ জানান, শিলাবৃষ্টির প্রবলে ঘর বাড়ি ভেঙ্গে গেছে ও টিনের চাল ফুটো হয়ে যায়। গাছের ডাল,পালা ও ভেঙ্গে যায়। চৌগ্রামের বাসিন্দা মন্জু জানান, তাঁর বাড়ির চাল ফুটো হয়ে গেছে।মাধনগর ইউপি চেয়ারম্যান
আমজাদ দেওয়ান, খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দল মজিদ জানান, তাঁর ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে ও বাড়ি ঘর ভেঙ্গে গেছে।
উপজেলা কৃষি অফিসার আমিরুর ইসলাম ও সাজ্জাদ হোসেন জানান, শিলাবৃষ্টির কারনে ফসলসহ বিভিন্ন সবজি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি নিরুপণ করা হচ্ছে।
নাটোরে ডিসি মো শাহরিয়াজ জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, সরকারী ভাবে সহযোগিতা করা হবে।
খবর ২৪ঘণ্টা/ জেএন