নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে উগ্রবাদী বই ও লিফলেটসহ জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ এর জেএমবির দুই সদস্যকে আটক করেছে র্যাব-৫ । আটকরা হলেন, নাচোলে উপজেলা শ্রীরামপুর এলাকার কামাল উদ্দিন ওরফে কামালের ছেলে রুবেল (২৬) ও ফজর আলী মণ্ডলের ছেল কামাল উদ্দিন ওরফে কামাল (৫০)। বুধবার দিবাগত রাত ৩টার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া কাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর
সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ এর ২ জন সক্রিয় সদস্য কামাল উদ্দিন @ কামাল ও (৫০) ও তার ছেলে রুবেল আহম্মেদ @ রুবেলকে ৩টি উগ্রবাদী লিফলেট, ১ সেট, ইয়ানতের চাঁদা আদায়ের রশিদ ১টি বইসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানানো হয়।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।