খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আত্মঘাতী বোমা হামলায় ৩ জন নিহত ও অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
ডেইলি নেশন স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাইদুরির মুনা ডাল্টি এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মুসা আরি জানান, ‘হামলাকারীরা ডাল্টিতে একটি ভীড়ের মধ্যে হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও ২০ জন আহত হন। এটা যে বোকো হারামের সন্ত্রাসীদের কাজ তাতে কোনো সন্দেহ নেই।’
এর আগে গত রবিবার তিনজন নারী আত্মঘাতী বোমা হামলাকারী নাইজেরিয়ার কনদুগা শহরে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বেসামরিক নিরাপত্তা বাহিনী।
খবর২৪ঘণ্টা.কম/নজ