সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭, আহত ৪৭

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৩, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বিউ শহরের একটি মার্কেটে দুটি আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। শনিবারের ওই হামলায় আরও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা জানাচ্ছেন, রাজধানী আবুজায় চালানো এ বোমা হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কেউই এখনও পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা বলছেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা বোকো হারাম চালিয়েছে।

এদিকে, নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। কিন্তু বোকো হারামকে কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না।

জাতিসংঘ বলছে, নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে বোকো হারাম এ ধরনের সন্ত্রাসী হামলা শুরু করলে ২০ হাজার লোক নিহত হয়। আর বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ১৭ লাখ মানুষ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।