নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মহিউদ্দিন আলম অপু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিলপাড়া বুড়িরভাগ গ্রাম থেকে মহিউদ্দিন আলম অপুকে আটক করেছে পুলিশ । মহিউদ্দিন আলম অপু (২৬) একই গ্রামের মকলেছুর রহমানের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হুমায়ন কবির জানান, দিনাজপুর হাজি দীনেজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে অপুর সাথে। এরপর থেকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার
ধর্ষণ করে। বুধবার ওই ছাত্রী বাদী হয়ে বিয়ের প্রলেভনে ধর্ষণের অভিযোগ এনে মহিউদ্দিন আলম অপুর নামে নলডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলায় মহিউদ্দিন আলম অপুকে আটক করা হয়। ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃস্পতিবার আটক মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এস/আর