জেলা প্রতিনিধিঃ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ডে লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে মো. রাসেল মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেল নরসিংদী ভেলানগর বাজার এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। সে মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, সকালে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বাবার সঙ্গে লেগুনায় চড়ে স্কুলে যাচ্ছিল রাসেল। পথে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় তাদের লেগুনার সঙ্গে একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী সদর উপজেলা ট্রাফিক পুলিশ ট্রাক চালককে আটক করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ