1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নতুন আশঙ্কায় ভারতীয় নায়িকারা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

নতুন আশঙ্কায় ভারতীয় নায়িকারা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপটেম্বর, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডি নায়িকাদের নিয়ে শুরু হয়েছে হইচই। এক শ্রেণির লোক তাদের একটু দোষ ধরতে পারলেই হলো। ব্যস শুরু হয়ে গেল সমালোচনার বন্যা। এমনকি নায়িকাদের খুন ও ধর্ষণের হুমকি দিচ্ছে তারা। এসব হুমকির তোড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ভারতীয় নায়িকারা। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নারী তারকাদের এ ধরনের হেনস্থা আরো বেড়েছে। এরই মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কেউ আবার বন্ধ করে দিয়েছেন পাবলিক কমেন্ট বক্স। এরপরও থেমে নেই ধর্ষণ ও খুনের লাগাতার হুমকি।

সময়টা কয়েক সপ্তাহ আগের। ‘সড়ক টু’ সিনেমার প্রমোশনাল পোস্টে এক নেটিজন হঠাৎ করেই আলিয়াকে ধর্ষণের হুমকি দিয়ে বসেন। স্টার কিড বা নেপোটিজম বির্তকের জেরে এমন হেনস্থার শিকার হতে হয়েছে এই নায়িকাকে। এতেই তিক্ত, বিরক্ত ও আতঙ্কিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত অভিনেত্রী। একই ঘটনা আলিয়ার বড় বোন অভিনেত্রী ও পরিচালক পূজা ভাটের সঙ্গে হয়েছে। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ধর্ষণ ও খুনের লাগাতার হুমকি আসায় তিনি প্রোফাইল ‘প্রাইভেট’ করে দিয়েছেন। অনুরাগীদের জানিয়েছেন, তার আপডেট পেতে প্রোফাইলে ‘রিকোয়েস্ট’ পাঠাতে। এদিকে দীর্ঘদিন পর ‘সড়ক টু’ দিয়ে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

এদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই ভার্চুয়াল কাঠগডায় দোষী সাব্যস্ত করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। সুশান্তের মৃত্যুর এক মাস পরে তিনি ইনস্টাগ্রামে হুমকি- চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছিলেন। মুম্বাই পুলিশের সাইবার শাখাকে ট্যাগ করে পদক্ষেপ করার আরজিও জানিয়েছিলেন রিয়া। দুটি প্রোফাইল চিহ্নিত করেছিল মুম্বাই পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ ধরনের হেনস্থার দৃশ্য শুধু বলিউড নয়, পুরো ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিজুড়ে। সম্প্রতি এমনই বাজে অভিজ্ঞতার কথা জানিয়েছেন মডেল অভিনেত্রী ঊষসী সেনগুপ্ত। একটি অ্যাপ-ক্যাবে তার চালককে মারধর করা ও তাকে হেনস্থা করার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে লিখেছিলেন তিনি। ঊষসী জানান, লকডাউনের মধ্যে একদিন লাইভ ভিডিও করছিলাম। আমার ভাইও ছিল সেখানে। এক ব্যক্তি ক্রমাগত অশালীন মন্তব্য করে যাচ্ছে। ভাই খুব রেগে যাচ্ছিল। কিন্তু আমিই ইগনোর করলাম, বললেন ঊষসী। ভার্চুয়ালি চরম নেতিবাচক প্রতিক্রিয়ায় কষ্ট পান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে কমেন্ট ডিলিট করি। আমার মনে হয়, সব মহিলাই এতে কম-বেশি বিপর্যস্ত হন, যোগ করেন ঊষসী।

‘পদ্মাবত’ ছবি মুক্তির আগে রাজপুত ভাবাবেগে আঘাত করার অভিযোগে ধর্ষণের ও হত্যার মতো স্পর্শকাতর হুমকি পান দীপিকা পাড়ুকোন। এ নিয়ে তিনি দেশটির পুলিশের দারস্থ হলেও আদতে কিছু হয়নি। আর নির্দিষ্ট একটি রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করায় প্রায়শই টুইটারে ধর্ষণের হুমকি পান স্বরা ভাস্কর। এখানেই শেষ নয়; অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান যখনই কোনো হিন্দু অনুষ্ঠানে শামিল হন, তার বিরুদ্ধে ফতোয়া জারি করে কয়েকটি ধর্মীয় সংগঠন। পাশাপাশি ভার্চুয়ালিও চলতে থাকে হুমকি। ব্যক্তিগত অভিজ্ঞতা খোলসা করতে না চাইলেও অভিনেত্রীর বক্তব্য, অনলাইনে যারা ধর্ষণ বা খুনের হুমকি দেয়, তারা বিকৃত মানসিকতার মানুষ। জীবনে কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। অনলাইনে এ ধরনের বাড়াবাড়ি নিয়ে আমি চিন্তিত। কিন্তু এই পরিস্থিতিতে আমি বিভ্রান্ত হই না।

ঠোঁটকাটা বলে পরিচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতকে নিয়মিত এসব সহ্য করতে হয়। কখনো কখনো এসব হেনস্থার কথা প্রকাশ্যে বলে ক্ষোভ ঝাড়েন তিনি। একই পরিস্থিতি সোনাক্ষী সিনহারও। গত ১৪ আগস্ট মুম্বাইয়ের অপরাধ দমন শাখায় হুমকি দাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ছয় দিন পরে ঔরঙ্গাবাদ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এরপর থেকেই অনলাইন হেনস্থার বিরুদ্ধে সোনাক্ষীর ক্যাম্পেইন, ‘অব বাস!’ শুরু করেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST