নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মীর সেকেন্দার আলীর ছেলে মীর আলতাফ হোসেন (৫৭)। তিনি রাজশাহী রেলওয়ের হিসাব বিভাগের কর্মকর্তা।
জানা গেছে, সকালে তিনি রেলগেট এলাকার ট্রেনের লাইনে হাঁটছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীর উদ্দেশ্যে কমিউটার ট্রেনে কাটা পড়েন। এসময় তার ডান পা কেটে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।
রাজশাহী রেলওয়ে জিআরপি পুলিশের (ওসি) সাইদ ইকবাল বলেন, তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা রামেক হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনায় মামলা হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ