সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ব্লুমিং রোজ স্কুল এন্ড কলেজে গতকাল শনিবার দিনব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. এ এইচ এম
তাহমিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিটি কম্পিউটার সায়েন্স বি.এম এ্যান্ড টেকনোলজি ইন্সিটিটিউট এর অধ্যক্ষ ড. মোহা: সারওয়ার উদ্দীন মিঞা, গ্রীনফিল স্কুল এন্ড আর আই বি টি এর পরিচালক এমদাদুল হক, শিক্ষা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, ইসলামী ব্যাংক চাপাইনবাবগঞ্জ ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার মোহা: মোস্তাক আলী। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় তিনটি স্কুলের মোট এগারটি স্টল স্থান পায়।
খবর ২৪ ঘণ্টা/আর