নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে উদ্দেশ্যে করে বলেন, গত পাঁচ বছর রাজশাহীর তো কোন উন্নয়ন করতে পারেন নি। এখন জনগণের মাঝে দয়া করে কোন মিথ্যাচার ও অপপ্রচার চালাবেন না। শুক্রবার দুপুরে রাজশাহী রেলওয়ে কোয়াটারের এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। লিটন পত্নী আরো বলেন, রাজশাহীবাসী গত পাঁচ বছরে নাগরিক সেবা বঞ্চিত হয়ে আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। নগরবাসীর এই ক্ষোভ ধামাচাপা দিতে বিভিন্ন এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ও তার কর্মী সমর্থকরা আওয়ামী লীগের
মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। তাদের এই অপপ্রচার রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এসময় রাজশাহীর উন্নয়নের স্বাথে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান লিটন পত্নী রেনী। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগের ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, আব্দুল হামিদ, আয়নুল, মহাসিন, হবি, আরিফ, জীবণ প্রমুখ। এরপর বিকেলে নগরীর ১৮ নং ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন সমাজসেবী
শাহীন আকতার রেনী।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।