1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নওগাঁয় সাংবাদিকসহ আরও দুজনের করোনা শনাক্ত, মোট ১০৪ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

নওগাঁয় সাংবাদিকসহ আরও দুজনের করোনা শনাক্ত, মোট ১০৪

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এক সাংবাদিকসহ আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রোববার (২৪ মে) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ।

ওই সাংবাদিক একটি অনলাইন পোর্টাল ও একটি প্রিন্ট মিডিয়ায় কর্মরত আছেন। করোনা শনাক্ত আরেকজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

করোনা আক্রান্ত ওই সাংবাদিক বলেন, গত ১০ মে তার জ্বর আসে। এরপর দুই দিন ধরে শরীরে জ্বর থাকে। গত ২০ মে নমুনা দেয়া হয়। রোববার রাত ১০টার দিকে সিভিল সার্জন অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় তার করোনা পজিটিভ। তাকে সাবধানে থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, আমিতো সম্পূর্ণ সুস্থ। কিন্তু তারপরও আমার করোনা পজিটিভ এসেছে। জিম্যাক্স ও ফেনাডিন নামে দুটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া কয়েকদিন সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সোমবার (২৫) মেডিকেল টিম তার বাড়িতে আসবে।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, নওগাঁ থেকে পাঠানো নমুনায় সদরের দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী আছেন। তারা দুজনেই বর্তমানে ভালো আছেন। তাদের সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার পর্যন্ত নওগাঁ জেলায় ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST