নওগাঁ প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে জিলা স্কুলের ছাত্র মিজান, পলিটেকনিক স্কুলের ছাত্র ফজলে রাব্বী, পিএম বালিকা বিদ্যালয়ের ছাত্রী মাওয়া খাতুন ও কেডি স্কুলের ছাত্র সাদিক আবদুল্লাহ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে নিরাপদ সড়কের দাবি জানান। পরে তারা মুক্তির মোড় থেকে নিরাপদ সড়ক চাই স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
খবর ২৪ঘণ্টা/ নই