নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভার্চুয়াল সিস্টেমে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় জুম ভিডিও কনফারেন্সিং এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, কৃষি অফিসার সেলিম রেজা,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকারসহ বিভিন্ন শিক্ষক-সাংবাদিকবৃন্দ জুম কনফারেন্সিং বক্তব্য প্রদান করেন।
খবর২৪ঘন্টা/নই