সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

অনলাইন ভার্সন
ডিসেম্বর ২১, ২০১৭ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলার শিমুলতলী সীমান্তে বিএসএফের গুলিতে এরশাদ আলী (৩০) নামে এক বাংলাদেশি মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ দুপুরে ভারতে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যায়।

তিনি পত্নীতলা উপজেলার আমবাটি গ্রামের গজিম উদ্দীনের ছেলে।

নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খিজির খান জানান, গত ১৯ ডিসেম্বর রাতে পত্নীতলার শিমুলতলী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ফেন্সিডিল ব্যবসায়ী ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই এরশাদ আলী গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভারতীয় ১২২ বিএসএফ সদস্যরা ভারতের ভাতশালা ক্যাম্পে নিয়ে যায়। এরপর তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুুপুরে এরশাদ মারা যায়।

তিনি আরো জানান, আজ বিকালে নিহতের লাশ ফেরত দেয়া হবে বলে তারা (বিএসএফ) জানিয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।