ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় গাঁজা বোঝাই মাইক্রোবাসসহ আটক ২

admin
ডিসেম্বর ৪, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি; নওগাঁর বদলগাছী উপজেলা থেকে সোমবার ভোরে ১১০ কেজি গাঁজা বোঝাই মাইক্রোবাসসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। উপজেলার শ্রীরামপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫) এবং চাঁদপুর জেলার নুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (৪০)।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।