নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজলের একটি মাঠ থেকে জুয়েল রানা (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। জুয়েল রানা নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের জাহের আলীর ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, সকালে খলিশাকুড়ি মাঠে স্থানীয় লোকজন জুয়েলের লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে জুয়েলের পরিবার থানায় মামলা দায়ের করবে বলে জানান তিনি। তবে কিভাবে জুয়েলের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
খবর২৪ঘণ্টা.কম/রখ