বহুল প্রত্যাশিত নওগাঁর মহাদবপুর-পেরশা উপজেলা সংযোগ সড়কের প্রসস্থকরণ কাজ শুরু হয়েছে।
শনিবার (১৩ মে) এ কাজের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব ছলিম উদ্দীন তরফতার সেলিম এমপি।
এ উপলক্ষে দুপুরে কুঞ্জবন (বাটুলতলী) মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান, উপ সহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হক, থানার অফিসার ইনচার্জ মো. মেজাফফর হোসেন।
রাস্তাটি ১২ ফিট থেকে ১৮ ফিট প্রশস্থকরণ করা হচ্ছে ও বাজার এলাকায় আরসিসি ডালাইসহ ২৪ ফিট প্রশস্থকরণ করা হবে। কাজটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। মহাদেবপুর পোরশা সড়কের মহাদেবপুর উপজেলা অংশ ৯ কিলামিটার রাস্তা প্রসস্থকরণ কাজের ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৬৬ লক্ষ টাকা।
বিএ/