চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ঐক্যফন্ট্রের মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুনের নির্বাচনী প্রচার কমিটির আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেককে রবিবার (১৬ ডিসেম্বর) রাতে আটক করেছে পুলিশ। নাশকতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে কাউন্সিলর বারেককে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ থেকে ২৪ ঘন্টার মধ্যে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অভিযান) ইদ্রিশ আহমেদ জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রবিবার রাতে জেলা শহরের বটতলাহাট এলাকায় বাড়ি থেকে আটক করা হয় বিএনপি নেতা আব্দুল বারেককে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার দুপুর ১২ টা পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানান তিনি।
এদিকে বারেককে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সকালে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-৩ বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ হারুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ, ছাত্রদল নেতা ফারুক আহমেদ, ফজলে আজিম প্রমুখ। সমাবেশে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ অভিযোগ করেন, কোন মামলা না থাকার পরও বারেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন। পরে তিনি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের সঙ্গেও দেখা করে একই দাবী জানান।
খবর ২৪ঘণ্টা/ নই