1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ধানের শীষের তিন প্রার্থীর বাসায় সাঁড়াশি অভিযান: সারাদেশে গ্রেপ্তার ৪৫৭ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

ধানের শীষের তিন প্রার্থীর বাসায় সাঁড়াশি অভিযান: সারাদেশে গ্রেপ্তার ৪৫৭

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
ফাইল ফটো

খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হয়েছে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৪৫৭ জনকে। নাশকতার পরিকল্পনা ও নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।

এর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ, বাগেরহাটের মোরেলগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদরে ধানের শীষের প্রার্থীর বাড়িতে সাঁড়াশি অভিযান চালানো হয়। ঝিনাইদহের ধানের শীষের এক প্রার্থী অস্ত্রসহ গ্রেপ্তার হন ঢাকায়। তিনি জামায়াত নেতা। মোরেলগঞ্জে ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আলীমের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৯৯ জামায়াত কর্মীকে।

ব্রাহ্মণবাড়িয়া সদরে আসনে ঐক্যফ্রন্ট (ধানের শীষ) প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসায় থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির ১২ নেতাকর্মী। নবীগঞ্জে রেজা কিবরিয়ার গাড়িবহর থেকে গ্রেপ্তার করা হয় ৪০ জনকে। শুধু রাজনৈতিক হয়রানি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করে আসছে বিএনপি-জামায়াত।

গত মঙ্গলবার রাতে ও গতকাল আরও ৩টি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিএনপি ও জামায়াতের ৪১৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দল দুটির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

হবিগঞ্জ : ঐক্যফ্রন্টের প্রার্থী ও গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়ার নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামের বাড়িতে গতকাল তল্লাশি চালায় পুলিশ। বিকাল সাড়ে ৪টার দিকে তল্লাশি শুরু করে গোপলার বাজার ফাঁড়ির একদল পুলিশ। তবে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা পিছু হটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ছোট ভাকৈর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে রেজা কিবরিয়ার গাড়িবহরে অভিযান চালিয়ে প্রায় ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহবুদ্দিন শুভ জানান, তল্লাশির কারণ জানতে চাইলে পুলিশ তাদের জানায়, একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লুকিয়ে আছে খবর পেয়ে তারা গ্রেপ্তার করতে এসেছে। এ সময় তারা বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা স্থানীয় মসজিদে রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশের হানা দেওয়ার খবর মাইকে প্রচার করলে হাজার হাজার জনতা লাঠিসোঁটা নিয়ে সেখানে হাজির হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ সরে যেতে বাধ্য হয়।

রেজা কিবরিয়া বলেন, ঘটনার সময় আমি গণসংযোগে ছিলেন। বাড়ির লোকজন পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট আছে কিনা, জানতে চাইলে পুলিশ তা দেখাতে পারেনি। পুলিশ ভোটার ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতেই তল্লাশির নামে হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল জানান, ওয়ারেন্টভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেÑ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

বাগেরহাট : মোরেলগঞ্জ-শরণখোলা (বাগেরহাট-৪) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মো. আব্দুল আলীমের বাড়ি থেকে দলটির ৯৯ নেতাকর্মীকে মঙ্গলবার রাত ৯টায় আটক করা হয়। নির্বাচন সামনে রেখে তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি।

জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বিকালে মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এসিলাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই বাড়ি তল্লাশি চালিয়ে একটি অবৈধ ওয়ান শুটারগান, তিনটি গুলি, ৯টি হাতবোমা ও ৬টি পেট্রল বোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে আব্দুল আলীমকে আটক করা যায়নি। বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোজাম্মেল হোসেনের প্রতিদ্বন্দ্বী আব্দুল আলীম।

এ বিষয়ে বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বলেন, আব্দুল আলীমের সমর্থকরা মোরেলগঞ্জ পৌর এলাকায় মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া : সদর আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের শহরের পুনিয়াউটস্থ বাসভবনে গতকাল আড়াই ঘণ্টা সাঁড়াশি অভিযান চালায় যৌথবাহিনী। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের নেতৃত্বে এ অভিযানে পুলিশ ও বিজিবি অংশ নেয়। এ সময় বাড়ির বিভিন্ন স্টিল আলমারিসহ আসবাবপত্র তছনছ, ল্যাপটপ ও সিসিটিভির মনিটরিং সিস্টেম নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। ওই বাসা থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবিএম মোমিনুল হক, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সহসভাপতি অথৈ মোল্লা, ছাত্রদল নেতা হৃদয়, জেলা জাসাস নেতা শাহিন, সাংগঠনিক পর্যায়ের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল : কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদকে গতকাল সকালে সহদেবপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে ঐক্যফ্রন্টের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

হাতীবান্ধা : লালমনিরহাট-১ (পাটগ্রাম হাতীবান্ধা) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের একটি ওঠোন বৈঠক থেকে আটক ৭৯ জনের মধ্যে ৩৭ জনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে গতকাল সকালে মামলা দায়ের করেন এসআই নুর আলম। বিজিবির জাওরানী ক্যাম্পের সদস্যদের দেওয়া তথ্যে পুলিশ গত মঙ্গলবার ৭৯ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ৪২ জনকে ছেড়ে দেওয়া হয়।

সিরাজগঞ্জ : চৌহালী থানায় দায়ের করা নাশকতার মামলায় গত মঙ্গলবার রাতে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ দেওয়ান মতিয়ার রহমান মেম্বার ও মির্জা হাফিজুর রহমান।

ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে গত মঙ্গলবার রাতে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এর আগে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় দল দুটির ২৭ নেতাকর্মীকে।

ছাতক : সুনামগঞ্জের ছাতকে নাশকতার আশঙ্কায় আবু হুরায়রা ছুরত নামের এক বিএনপি নেতাকে মঙ্গলবার রাতে শহরের ম-লীভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই অভিযোগে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয় যুবদল নেতা সামছু মিয়াকে।

বগুড়া : বগুড়ায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ ৭৫ জনকে গ্রেপ্তার করে। তাদের অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। বিস্ফোরক দ্রব্য আইন ও নাশকতা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে ধুনট উপজেলায় বিএনপির সংসদ সদস্য প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনী কার্যালয় থেকে গত মঙ্গলবার রাতে ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন স্থানীয় মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা।

অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলা বিএনপি নেতা ইমাদ আলী গাজীসহ পাঁচ নেতাকর্মীকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেনÑ উপজেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ আলী বেগ, বিএনপি নেতা আজাহার আলী, রমজান আলী ও আব্দুর রাজ্জাক।

পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ গত মঙ্গলবার রাতে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তাদের মধ্যে রয়েছেনÑ ৫নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম সুজন, একই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন।

পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপির দুই নেতাকে গতকাল ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক।

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলাব্যাপী গত মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গৌরীপুর : নাশকতার মামলায় ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আতাউর রহমান আতাকে গতকাল বিকালে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া : দৌলতপুর উপজেলায় গত মঙ্গলবার দুপুর থেকে বুধবার পর্যন্ত অষ্টম শ্রেণির শিক্ষার্থীসহ বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি : কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে গতকাল ভোরে অভিযান চালিয়ে বিএনপির কর্মী চিংসাউ মারমা, মো. সেলিম, মো. খোকন জোয়ার্দার ও আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।

ফেনী : ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে গত মঙ্গলবার রাতে ও গতকাল দুপুরে বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গতকাল দুপুরে বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনুর নির্বাচনী ক্যাম্প থেকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সহসভাপতি কফিল উদ্দিনসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের ৩৪৬ নেতাকর্মীকে আসামি করে গতকাল সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি দায়ের করেন এসআই জুবায়ের হোসেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

সিলেট : সিলেটে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামাল রয়েছেন। বাকিরা বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST