রাবি প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা
মানববন্ধনে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, যানবাহনে নারীদের যৌন হেনস্তার প্রতিবাদ করেন। ধর্ষকের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও তারা ধর্ষণ মামলার নানা অনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড’, নারীর নিরাপত্তা দাও রাষ্ট্র’, ‘মা-বোনদের নিরাপত্তা চাই’ প্লাকার্ড প্রদর্শন করে।
মানববন্ধনে রাবি শিক্ষার্থী নুরনবী ইসলাম, রেজাউল ইসলাম, বাপ্পী ওবায়দুল্লাহ, আঁখি ইসলাম, আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য দেন।
জেন