1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দোষ স্বীকার করলেও ‘আসল ঘটনা’ চেপে যান উমর আকমল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

দোষ স্বীকার করলেও ‘আসল ঘটনা’ চেপে যান উমর আকমল

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করেছেন, তাতেই তিন বছরের জন্য নিষিদ্ধ উমর আকমল! অনেকেই মনে করছেন, তার সাজাটা একটু বেশিই হয়ে গেছে। তবে ব্যাপারটা আবার এমন নয় তো, কেঁচো খুড়তে গেলে সাপ বেরিয়ে যেতো!

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ডিসিপ্লিনারি কমিটির সামনে একটু অদ্ভূত আচরণই করেন উমর আকমল। তিনি দোষ স্বীকার করে নিয়েছেন, দুইবার জুয়াড়ির সঙ্গে দেখা করার বিষয়টিও অস্বীকার করেননি।

লাহোরের ডিফেন্স হাউজিং সোসাইটিতে অজ্ঞাত দু’জন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন আকমল। কিন্তু ঘটনা আসলে কি ঘটেছিল, সেটি বিস্তারিত বলতে রাজি হননি পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

পিসিবির ঘনিষ্ঠ সূত্রটি সংবাদ সংস্থা ‘পিটিআই’কে জানায়, ‘উমর এক বন্ধুর মাধ্যমে পার্টিতে দুই ভদ্রলোকের সঙ্গে দেখা করার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু ওই মিটিংয়ে কি কথা হয়েছিল তা দুর্নীতি দমন কর্মকর্তাদের বিস্তারিত বলতে রাজি হননি।’

সূত্রটি যোগ করে, ‘এমনকি দুর্নীতি দমন কর্মকর্তারা যখন ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি করাচিতে তার সামনে প্রথম প্রতিবেদন পেশ করেন, আকমল স্বীকার করে নেন যে মিটিংয়ের কথা না জানিয়ে ভুল করেছেন। কিন্তু বিস্তারিত কিছুই বলেননি।’

পিসিবির এন্টি করাপশন কোডের দুইটি ধারা ভঙ্গের দায়ে গত ২৭ এপ্রিল দোষী সাব্যস্ত হন উমর আকমল। যার ফলশ্রুতি তাকে সব ধরনের ক্রিকেটে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

পিসিবির সূত্রটি জানিয়েছে, ২৭ এপ্রিল শুনানির আগে পরস্পরবিরোধী বিবৃতি দেন আকমল। সূত্রটি বলেছে, ‘ডিসিপ্লিনারি প্যানেলের বিচারক তাকে স্বচ্ছ থাকতে এবং তদন্তে সহযোগিতা করার পরামর্শ দেন, কিন্তু তিনি সেটা করতে অস্বীকৃতি জানান। উমরের কর্মকাণ্ড খুবই অদ্ভূত। একদিকে তিনি বলেছেন, তার পিসিবিকে জানানো উচিত ছিল। অন্যদিকে ওই মিটিংয়ের ব্যাপারে বিস্তারিত বলতেও রাজি হননি।’

নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST