নিজস্ব প্রতিবেদক : সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
এসময় আমন্ত্রিত অতিথি ও পত্রিকার কর্মরত সাংবাদিকদের সাথে নিয়ে নানান খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বনভোজন উপলক্ষে লাকি কুপন র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় এবং ১০ জন বিজয়ীদের মাঝে লাকি কুপনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বার্ষিক বনভোজন উপলক্ষে খেলাধুলা ও গান-বাজনার মধ্য দিয়ে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার পরিবার আনন্দ উল্লাসে মেতে উঠে।
রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আজিবার রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পত্রিকার সিনিয়র উপদেষ্টা ডা. আব্দুল মান্নান, উপদেষ্টা আলহাজ্ব আবু বাক্কার, ডা. মোঃ রাসেল মিয়া, সাব-এডিটর মোঃ মশিউর রহমান মনি, নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল মুগনী নিরো, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শামসুল ইসলাম, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল, স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম বুলবুলসহ আমন্ত্রিত অতিথি ও পত্রিকায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
বিএ..