খবর ২৪ঘণ্টা ডেস্ক: বর্তমানে দেশে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশি বাধার মুখে শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদ আয়োজিত ‘বুদ্ধিজীবী সমাবেশ’ পণ্ড হওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।
এ ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। এখানে রাজনৈতিক সমাবেশ ছিল না, তারও তা করতে দেওয়া হলো না।
শনিবার সকাল সাড়ে ১০টায় সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা অংশ নিতে অনুষ্ঠানস্থলে আসেন। এরই মধ্যে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে অনুমতি নেই জানিয়ে অনুষ্ঠানটি বন্ধের কথা বলেন। পরে বেলা পৌনে ১১টার দিকে সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে এসে এ ঘটনার নিন্দা জানান।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।