খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১৪০০ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ