নিজস্ব প্রতিবেদক, খবর ২৪ ঘণ্টা: দুঃস্থ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর নওদাপাড়া পাইলট স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় অন্ধ সংস্থা রাজশাহী শাখার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, সেমাই, শাড়ি ও লুঙ্গি।
আরো উপস্থিত ছিলেন, জাতীয় অন্ধ সংস্থা রাজশাহীর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা পুলিশের সিনিয়র এএসপি সদর আব্দুর রাজ্জাক খান প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে উদ্যাপন করতে জেলা পুলিশের পক্ষ থেকে এটি সামান্য উপহার। দৃষ্টি প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতার জন্য পাশে থাকবে জেলা পুলিশ। ৯০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে