নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর:করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে মানবেতর জীবনযাপন করছে গরিব ও দিনমজুর শ্রেণির লোকজন। ঘরের বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসব মানুষের পাশে সহযোগিতা করে চলেছে। তারই ধারাবাহিকতায় রাজশাহীর দূর্গাপুর উপজেলাধীন নওপাড়া ইউনিয়নের গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নওপাড়া উন্নয়ন ফাউন্ডেশন (এনডিএফ)।
মঙ্গলবার সকালে ৫৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন ও পৌঁছে দেয়া হয়। সকালে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ মাহাবুর রশিদ। সংগঠনের সভাপতি মোঃ আরসাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার ও ড. জয়নুল আবেদিনের সঞ্চালনায় উক্ত ত্রাণ বিতরনে সংগঠনের সভাপতি আরসাদ বলেন, মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসের কারণে যে সংকট সৃষ্টি হয়েছে তা কেবল বাংলাদেশে নয়। এর প্রভাবে পুরো বিশ্ব আজ শঙ্কিত ও স্তব্ধ। এর থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজে ও নিজের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ ওসমান আলী, সদস্য কাওসার, আরো উপস্থিত ছিলেন, মোঃ জহুরুল হক,মোঃ বজলুর রশিদ, আব্দুল কুদ্দুস,মোঃ আজিজুল হক,মোঃ আমিনুল হক সহ আর্থিকভাবে সহযোগিতা করেন মোঃ রতন আলী,আক্কাস, জাহাঙ্গীর আলী প্রমুখ।
গরীব ও দুঃস্থ ব্যক্তিরা ত্রাণ সামগ্রী পেয়ে বেশ উচ্ছ্বসিত। তাঁরা নওপাড়া উন্নয়ন ফাউন্ডেশন (এনডিএফ) এর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।