1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিঠুর দায়ীত্বভার গ্রহন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

দুর্গাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিঠুর দায়ীত্বভার গ্রহন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন রাজশাহীর দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র সাজেদুর রহমান মিঠু। অনারম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভা কার্যালয়ে প্রয়াত পিতার আসন অলংকৃত করেন মিঠু।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্যানেল মেয়র একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী শাহাবুল হক।

৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জুলফিকার আলী ভুট্টু, জামাল শেখ, সাইফুল ইসলাম, সোলায়মান আলী, আনসার আলী, সেলিম রেজা, জহুরুল ইসলাম মিরুন সংরক্ষিত নারী ওয়ার্ডের ঝর্ণা খাতুন প্রমুখ।

প্রসঙ্গত; চলতি বছরের ২১ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র তোফাজ্জল হোসেন। এরপর নির্বাচন কমিশন (ইসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। গত ১৬ নভেম্বর দুর্গাপুর পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেয়া হয় প্রয়াত মেয়র তোফাজ্জল হোসেনের কনিষ্ঠপুত্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুকে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন সাজেদুর রহমান মিঠু।

দায়িত্বভার গ্রহণ শেষে নব-নির্বাচিত মেয়র মিঠু সাংবাদিকদের বলেন, প্রয়াত বাবার অঙ্গীকার ও স্বপ্ন বাস্তবায়নই হবে আমার প্রধান চ্যালেঞ্জ। প্রবীণ নেতাকর্মীদের পরামর্শে তরুন প্রজন্মকে সাথে নিয়ে পৌরবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যাব।

একই সাথে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের রূপকল্প ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করবো।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST