1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রাথী মিঠুর জয়লাভ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রাথী মিঠুর জয়লাভ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে জয় লাভ করে প্রথমবারের মত মেয়র নির্বাচিত হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু।

তিনি এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। এছাড়াও এই পৌরসভার সদ্য প্রয়াত সাবেক মেয়র তোফাজ্জল হোসেনের সর্বকনিষ্ঠ পুত্র সে।
দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অনুষ্ঠিত দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাজেদুর রহমান মিঠুকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মিঠু নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৪৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী জার্জিস হোসেন সোহেল পেয়েছেন ৩ হাজার ৬৯৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন মোবাইল ফোন প্রতীকে ২৬২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক রতন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট।

এদিকে, বুধবার (১৬ নভেম্বর) দু একটা ছোট খাটো বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা ১০টার দিকে পৌর এলাকার সিংগা ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের উত্তেজনার সৃষ্টি হয়। পরে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার সব ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কেন্দ্রিক কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রসঙ্গত; সর্বশেষ ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন তোফাজ্জল হোসেন। গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মেয়র তোফাজ্জল মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন থেকে মেয়র পদটি শুন্য ঘোষণা করে গেজেট জারি করা হয়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST