দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে গ্রেপ্তার ৩ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ডের আদেশ দেন। এদের মধ্যে একজনকে ১ মাস ও দুইজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ১ কেজি গাঁজাসহ উপজেলার কুহাড় গ্রাম থেকে সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার পৌর এলাকার নান্দোপাড়া গ্রামের জিল্লুর রহমান (৫০) পবা উপজেলার বড়গাছি গ্রামের শহিদুল ইসলাম (৩১) ও একই এলাকার বেলাল হোসেন (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা(খ) সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে এক জনের বিরুদ্ধে মাদকসহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।