রাজশাহীর দুর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে শনিবার ২৪জনের পরীক্ষায় ১৩জনের দেহে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগী সংখ্যা মোট ১৫২জন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মেহেদী হাসান সোহাগ বলেন, করোনা বৃদ্ধির কারণে দ্রুত করোনা পরীক্ষা করা হচ্ছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষার স্পটেই ১৫মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল হাতে দেওয়া হচ্ছে। তিনি বলেন, শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে একদিনে ২৪ জনের পরীক্ষায় ১৩ জনের দেহে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাঁরা হলেন, দুর্গাপুর পৌর এলাকা দেবীপুর গ্রামের নুরজাহান, শালঘরিয়া গ্রামের মোজাফফর, উপজেলার গোপালপাড়া গ্রামের ফিরোজ মন্ডল, ইসমাত আরা, রঘুনাথাপুর গ্রামের আজাহার আলী, দাওকান্দি গ্রামের আব্দুর রশিদ, সূর্যভাগ গ্রামের জামাল মোল্লা, নওপাড়া গ্রামের আবুল হাসেন, দুর্গাপুর সদর মোস্তাফিজুর, উপজেলা প্রকৌশলী অফিসের সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যে ফারহানা, হাসনা হেনা, শীলা করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মহসীন মৃধা বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রাণঘাতি করোনায় থেকে রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। এই সংকটকালে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন ইউএনও।
এস/আর