দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুরে ১১৫ বোতল হোমিও পেথিক পোটিনসি অ্যালকোহল ম্যাডিসিন কর্টসহ নায়েব আলী (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। নায়েব আলী বাগমারা উপজেলার সৈয়দপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দুর্গাপুর কাঁঠাল বাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ওই রাস্তা দিয়ে মোটোরসাইকেল যোগে মাদক ব্যবসায়ী নায়েব যাচ্ছিলো। পথে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার গাড়িতে বস্তাবন্দি ১১৫ বোতল হোমিও পেথিক পোটিনসি এলকোহল ম্যাডিসিন কর্ট পাওয়া যায়। এসময় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আশা হয়। দুর্গাপুর থানার (ওসি) (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মির্জা মাজারুল ইসলাম সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কাঁঠাল বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নায়েব আলীকে গ্রেফতার করে। আসমী নায়েবকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ