রাজশাহীর দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ১ শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ ।
জানা গেছে, আজ রবিবার সকালে রাজশাহী জেলা পুলিশ সুপার এ, বি, এম, মাসুদ হাসান বি পি এম, পি পি এম, এর দিকনিদের্শনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গাপুর জয়নগর ইউনিয়নের নাপিত পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচারনা করা হয়। এসময় ওই গ্রামের মাদকের ৮ টি মামলার আসামী গোলাম রাব্বানী (৩৮) ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় তার স্ত্রী মাদক ব্যবসায়ী জাকেরা বেগমকে আটক করা হয়।
ওই অভিযানে নের্তৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান। অভিযানে ওই মাদক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হিরোইন, ১৬৫ পিচ ইয়াবা, নগদ ৯৯৭০টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুর্গাপুর থানায় গোলাম রাব্বানী ও তার স্ত্রী জাকেরা বেগম জাকিয়ার নামে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়েছে।
এস/আর