দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর যাত্রী ছাউনি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী মকলেছুর রহমান (৪৮) মারা গেছেন।
জানাগেছে, গত শুক্রবার দিবাগত রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মখলেছুর রহমান বাগমারা উপজেলার মৃত.সোলাইমানের ছেলে। তিনি বাগমারা উপজেলার মাদারীগঞ্জ এলাকার এম আর এফ ইটভাটার মালিক।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত সোমবার (২৮ এপ্রিল) উপজেলার দুর্গাপুর-তাহেরপুর সড়কে শ্যামপুর যাত্রী ছাউনি সংলগ্ন দাড়িয়ে থাকা একটি ভ্যানের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হবে।
বিএ..