মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আব্দুল মোতালেব মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে ১১ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়।
বিএ/