নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে থানার পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার তেঘড়িয়া গ্রামের গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি সাইদুর রহমান (৩৮) ও আড়ইল গ্রামের নিয়মিত মামলায় সিরাজ উদ্দিন সরদার (৪৫)। সোমবার (১৯ মে) দুপুরে আটককৃত আসামি বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও নিয়মিত মামলায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।